রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলা পরিষদের সভাকক্ষে এনটিভির রায়পুরা ও শিবপুর উপজেলার অনলাইন করেসপনডেন্ট মোঃ ফরহাদ আলম এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল।
রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা পশ্চিম শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ আদিল ভূইয়া, সদর শাখার আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীগণ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুর উদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তার, রায়পুরা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রোমান পথিক, সদস্য মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন প্রমূখ।
জনপ্রিয় টেলিভিশন এনটিভি ২৩ বছরে পদার্পণ করায় অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেই সাথে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন নীতির ভুয়সী প্রশংসা করেন। তারা এনটিভির সাফল্যের ধারা অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।






